বঙ্গবন্ধুর জন্মদিনে দাবি তাদের একটাই কোটা প্রথা সংস্কার চাই
আব্দুল্লাহ ফাহাদ জাকির (জবি) : বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আজ তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করনে একদল সচেতন ছাত্র সমাজ। ঢাকার বিভিন্ন বিশ্বাবদ্যালয়,কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে আজ বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে ধানমন্ডি ৩২ এর উদ্দেশ্যে যাত্রা করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে ফিরে এসে সন্ধ্যায় সেন্ট্রাল লাইব্রেরির সামনে কেক কাটার কথা রয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের ।
উল্লেখ্য, গত ১৪ মার্চ আন্দোলনকারী সাধারণ ছাত্র -ছাত্রীদের উপর পুলিশের লাঠিপেঠা ও টিয়ারগ্যাস নিক্ষেপের প্রতিবাদ এবং অতি দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারের এবং গ্রেফতাররে নিন্দা জানাতে এবং কোটা সংস্কারের দবিতে ১৮ মার্চের কর্মসূচী এবং দিক নির্দেশনা প্রদান করেছে কেন্দ্রীয় কমিটি।
No comments
Thanks for comment