বৈশাখের কবিতা : ইলিশ কি আর মিলে By আব্দুল্লাহ ফাহাদ জাকির
ইলিশ কি আর মিলে
আব্দুল্লাহ ফাহাদ জাকির
বৈশাখের প্রথম দিনে
দামি ইলিশ দেখে
আমার সোনা অবাক তাকায়
ধূলি কণা মেখে!
সোনার বন্ধু গা এলিয়ে
বাবার হাতের মুঠে দুলে
সবচেয়ে দামী হোটেলে যায়
পান্তা-ইলিশ খাবে বলে।
আমার সোনা এসে বলে
চল বাবা নববর্ষে,
আমরা কি পারি না
দিন কাটাতে পান্তা-ইলিশে?
আমি হলাম লা-জবাব
বলতে তাকে হেলে,
খোকা আমার পান্তা খায়
ইলিশ কি আর মিলে!
আপনার ব্লগের লেখা পড়লাম ভালো লাগলো। আপনি ভালো লিখতে পারেন। আপনার মত যারা লিখতে ভালোবাসেন তারা lekhok.club এ লিখতে পারেন।
ReplyDelete